রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
স্কুলে হামলা করে প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গরুতর আহত প্রধান শিক্ষক আব্দুছ ছালামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম চোখে মারাত্মক জখম সৃষ্টি হয়েছে। ডাক্তারা বলছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেয়া লাগতে পারে। ঘটনাটি ঘটেছে ৪ জানুয়ারী রৌমারী উপজেলার ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে। এ ব্যাপারে রৌমারী থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে
জানা যায়, ২ জানুয়ারী বেলা তিনটার দিকে ফুলবাড়ি গ্রামের মৃত ইছিম উদ্দিনের পুত্র বাদশা আলম তার মেয়েকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করাতে আসেন। কিন্তু প্রধান শিক্ষক আব্দুছ ছালাম পিএসসি সনদ ছাড়া ভর্তি করানো যাবে না মর্মে জানান। তখন ওই অভিভাবক সেদিনের মত দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান। ৪ জানুয়ারী লোকবল নিয়ে আবারও জোরপূর্বক ভর্তি করানোর জন্য এসে প্রধান শিক্ষককে চাপ সৃষ্টি করেন। আবারও তিনি অপারগতা প্রকাশ করলে লাঠিসোটা নিয়ে হামলা করেন।
প্রধান শিক্ষক জানান, তাদের এলোপাথারী কিলঘুষি ও লাঠিপেটায় আমি সংজ্ঞা হারিয়ে ফেলি। পরে আমার অন্যান্য শিক্ষকরা আমাকে হাসপাতালে ভর্তি করায়। ডাক্তার বলছে, আমার বাম চোখে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত বাদশা আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাক সদস্য। আমারতো সনদ টনদ লাগে না। ওই প্রধান শিক্ষক আমাকে সনদ দেখিয়ে আমার মেয়েকে ভর্তি করাতে অনিহা প্রকাশ করেন। তবে লাঠি দিয়ে পেটানোর কথা অস্বীকার করেন তিনি।
রৌমারী থানার ওসি মোখলেছুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।