বিনোদন ডেস্ক: গত নভেম্বরে ফেরদৌস ও নিঝুম রুবিনা অভিনীত সিনেমা ‘মেঘকন্যা’মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও নানা জটিলতার কারণে শেষপর্যন্ত এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। সবশেষ খবর হচ্ছে ‘মেঘকন্যা’ মুক্তি জন্য নতুন বছরের ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয়েছে।
মিনহাজ অভি পরিচালিত মেঘকন্যা ছবিটি ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে।
সিনেমার মুক্তি নিয়ে বার বার তারিখ পেছানোর কারণ প্রসঙ্গে ছবির সংশ্লিষ্ট একটি সূত্রটি প্রযোজকের সঙ্গে পরিচালকের মনোমালিন্যকে দায়ী করছেন।
এ ব্যাপারে প্রযোজকের মুঠোফোনে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এজেডএম জাহাঙ্গীর কবিরের প্রযোজনায় জয়া মিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত। মাসুম বাবুলের কোরিওগ্রাফিতে চিত্রগ্রহণে ছিলেন মাহফুজুর রহমান। সঙ্গীত পরিচালনায় ইমন সাহা। ছবিতে গানে কন্ঠ দিয়েছেন কোনাল, ইমরান, পূলক, ন্যান্সি, রাজীব, রিদ্য, দিনাত জাহান মুন্নি।
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, হৃদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় কর