যুগের খবর ডেস্ক: দু’দিন হলো ফুয়াদের সংগীতায়োজনে প্রকাশ পেয়েছে হাবিবের নতুন গান-ভিডিও ‘চলো না’। যেটি দিয়ে সংগীতের অন্যতম জনপ্রিয় দুই বন্ধু বেশ আলোচনায় আসেন। তবে আজ রবিবার সেই আলোচনার আগুনে পানি ঢেলে দিলেন ফুয়াদ নিজেই। এক ভিডিও বার্তায় তিনি জানালেন, তার শরীরের বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার!
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে প্রকাশ করা ঐ ভিডিও বার্তার শুরুতেই ফুয়াদ তার শ্রোতা-স্বজন-ভক্তদের বলেন, ‘গত সপ্তাহে আমি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যানসার। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। থাইরয়েড ক্যানসার হচ্ছে সব ক্যানসারের মধ্যে সহজে নিরায়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ছোটবেলা থেকে ফুয়াদের জীবনের একটা বড় সময় কেটেছে যুক্তরাষ্ট্রে। পড়াশোনার পাশাপাশি গান নিয়ে ব্যস্ত রেখেছেন নিজেকে। গানের টানে একসময় বাংলাদেশে ফিরে আসেন ফুয়াদ। বাংলাদেশের গানের জগতে একটা বড় পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখেন। তরুণ প্রজন্মের অনেক শিল্পী তার সুর আর সংগীত পরিচালনায় গান গেয়ে জনপ্রিয় হয়েছেন। কাজ দিয়ে সংগীতাঙ্গনের সবাইকে আপন করে নেন তিনি।