স্টাফ রিপোর্টার: “শেখ হাসিনার উদ্যোগ- ঘরে ঘরে বিদ্যুৎ”- শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহ উপলক্ষে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি উলিপুর জোনাল অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে বির্তক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ। পরে সভা কক্ষে সপ্তাহ উপলক্ষ্যে নবায়ন যোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ শীর্ষক বিষয়ের উপর ছাত্র-ছাত্রীদের মাঝে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। যার মধ্য থেকে থানাহাট এ, ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাকিবুল ইসলাম সাকিব প্রথম স্থান ও চিলমারী মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী তাবাসসুম জান্নাত দ্বিতীয় স্থান অধিকার করে। বির্তক শেষে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) কাজী জসিম উদ্দিন, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়র মোঃ আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।