স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক, সততা স্টোর উদ্বোধন ও দু‘জন শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম মোঃ নুর-ই-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন বিদ্যালয়ের প্রধান ফটক ও ছাত্র অবস্থায় নীতিনৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসা প্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম মোঃ নুর-ই-ইসলাম ও সহকারী শিক্ষক জেড, এইচ ইয়াহ ইয়া এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিলমারী উপজেলা চেয়্যারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, জেলা শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন শিক্ষার্থীরা।