স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে পাগলা কুকুরের কামড়ে দু‘জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌঁনে ২টার সময় উপজেলার থানাহাট ইউনিয়নের থানাপাড়া গ্রামের লাকি বেওয়া (৭০) ও তার পুত্র মোঃ আবু ওহাব (৪০) কে নিজ বাড়ীর ভিতরে পাগলা কুকুর কামড় দিলে দু‘জনই আহত হন। আহতদেরকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।