নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদের বিরুদ্ধে স্থানীয় বিএম কলেজের ছাত্রী ও বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিক আজাদের বিরুদ্ধে বারহাট্টা থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। ওই নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চেয়ারম্যান মানিক আজাদ আত্মগোপন করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, বারহাট্টা উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে চাকুরি দেয়ার কথা বলে চেয়ারম্যান মানিক আজাদ ওই নারীর সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তুলেন।তবে কিছুদিন আগে মানিক আজাদ ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে বৃহস্পতিবার রাতে ওই নারী বিয়ের দাবিতে চেয়ারম্যানের বাসায় অবস্থান নেয়। খবর পেয়ে ওই নারীর পরিবারের লোকজন ও এলাকাবাসী চেয়ারম্যানের বাসা ঘেরাও করে তাকে পিটুনি দেয়। এক পর্যায়ে মানিক আজাদ পালিয়ে যান।
স্থানীয়রা জানান, খবর পেয়ে বারহাট্টা থানার ওসি বদরুল আলম খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় নিরাপত্তার জন্য ওই নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
বারহাট্টা থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তাকে এলাকায় পাওয়া যাচ্ছে না।
ইউএনও ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।