স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ কুড়িগ্রামের চিলমারী নদী বন্দর পরিদর্শন করেছেন।
শনিবার সন্ধ্যায় তিনি সড়ক পথে চিলমারী নদী বন্দর রমনা ঘাট এলাকায় পৌঁছেন। পরে তিনি নদীবন্দর নির্মাণ কাজ পরিদর্শনসহ নির্মিতব্য নদীবন্দরের ভিডিও ক্লিপ দেখেন। এ সময় তার সাথে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, বিআইডাব্লিউটিএ‘র পরিচালক (বন্দর) শফিকুল হকসহ বিআইডাব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধামন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তিনি তা বাস্তবায়ন করেন আশা করছি আগামী ১ মাসের মধ্যে চিলমারী নদী বন্দরের কাজ শুরু হবে।