এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৫ জন নারীকে বিভিন্ন কর্মকান্ডের উপর জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ (জামান), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, উপজেলা দুর্নীতিদমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, জয়িতাদের মধ্যে মিনারা খাতুন, ফ্রেন্ডশিপ প্রতিনিধি আখরুন্নাহার, বিবিএফজির পউপজেলা কো-অর্ডিনেটর ফারজানা ফৌজিয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসবে মোছাঃ শাহানাজ খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য জীবন মাহফুজা হোসেন শিল্পী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছাঃ মিনারা খাতুন সফল জননী নারী হিসেবে মোছাঃ জমিলা বেওয়া ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য আখতার জাহান মোছাঃ মাজেদা বেগমকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply