যুগের খবর ডেস্ক: কথা ছিলো নভেম্বর মাসের ২৯ তারিখে ফিরবেন ঢাকায়। কিন্তু মাঝপথে মা অসুস্থ হয়ে পড়ায় গত ২৫ ডিসেম্বর ফিরেছেন প্রিয়দর্শনী মৌসুমী। জানালেন- তাকে নিয়ে নতুন বছরে উদযাপনে ঢাকা ছাড়ছেন স্বামী ওমর সানী।
তাহলে কী মৌসুমীবিহীন দুই মাসের শূন্যতায় প্রশান্তি খুঁজতেই নতুন বছরের শুরুটা ঢাকার বাইরে কাটাতে চান সানী?-
এমন প্রশ্নের জবাবে বৃৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে হার্টথ্রুব মৌসুমী জানালেন ভিন্ন কথা। বলেন- শুক্রবার সকালে রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবো। শনিবার ১ জানুয়ারির বিকালের ফ্লাইটে ঢাকায় ফিরবো আশা করছি।
মৌসুমী বলেন- মূলত ইরফান গ্রুপের সারা দেশব্যাপী ডিলারদের নিয়ে বাৎসরিক কনফারান্সে সংস্কতৃতিক অনুষ্ঠানের আয়োজনে অংশ নিতেই এই যাওয়া। সেই সুবাদে নতুন বছরটা রাজশাহীর চাপাইনবাবগঞ্জে কাটবে।
নতুন বছরে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে এই অভিনেত্রী বলেন- করোনার কারণে সারা বিশ^ই থমকে ছিলো। অনেক কাছের মানুষদের হারিয়েছি। নতুন বছরে নতুন করে আর কোনো থমকে যাওয়ার খবর শুনতে চাই না। ইন্ডাস্ট্রির মানুষগুলোর কর্মচঞ্চল হোক, তাদের হৃদ্যতা বাড়ুক নতুন বছরে এটাই প্রত্যাশা।
শিল্পী সমিতির নির্বাচন করবেন কি না এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, “‘আপাতত’ এমন কোনো সিদ্ধান্ত নেইনি। নতুন বছরে নতুন করে সব দিক ভেবে সিদ্ধান্ত নেবো।”
Leave a Reply