কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার দালালহাট এলাকা থেকে অপহরণের ২১ দিন পর অষ্টম শ্রেনির এক স্কুলছাত্রীকে পীরগাছা উপজেলা থেকে উদ্ধার করা হয়। গত রোববার রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী নাজির হোসেনকে (১৬) গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার নাজির হোসেনকে অপরহন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নাজির হোসেন রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার কিসামত সরদার পাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে ও চলতি বছর সে স্থানীয় মাধ্যমিক থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
স্কুলছাত্রীকে উদ্ধার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
মামলা ও ঘটনা সুত্রে জানা যায়, মেয়েটি দালালহাট এলাকার স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্ঠম শ্রেনির ছাত্রী। গতবছর ওই ছাত্রীর সঙ্গে একই বিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী নাজির হোসেনের পরিচয় হয়। এরপর থেকে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতো নাজির হোসেন। কিন্তু মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তাকে অপহরনের হুমকি দেয় ছেলেটি।
গত ১২ ডিসেম্বর দুপুরে দিকে বিদ্যালয়ে পরীক্ষার খাতা নেওয়ার জন্য আসার পর বিদ্যালয়ের সামন থেকে মেয়েটির নিখোঁজ হয়। পরে খোঁজখবর নিয়ে জানা যায় মেয়েকে নাজির হোসেন তার দুলাভাই ও তিনবন্ধুর সহযোগিতায় অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকেব রেখেছে। পরে গত ১৫ ডিসেম্বর মেয়েটির বাবা বাদী হয়ে নাজির হোসেন সহ ছয়জনের নাম উল্লেখ করে হারাগাছ থানায় একটি অপহরম মামলা দায়ের করে।
অবশেষে তথ্য প্রযুক্তির মাধ্যমে গত রোববার র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুরের পীরগাছা উপজেলার সাতদারগা গ্রামে নাজির হোসেনের দুরসম্পের্কের দুলাভাইয়ের বাড়ী থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে অপহরণকারী নাজির হোসেনকে আটক করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কমল মাহন্ত জানান, অপহরনকারীকে আটক করে রংপুর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নাজির হোসেনের পরিবার জানায়, ওই মেয়েকে অপরহন করা হয় নাই। ছেলে-মেয়ে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কে তারা দুইজন নিজ ইচ্ছায় পালিয়ে আত্মগোপন করেছিল।
Leave a Reply