যুগের খবর ডেস্ক: আগামী ৩১ জানুয়ারী থানাহাট, রাণীগঞ্জ, রমনা, চিলমারী ও অষ্টমীরচর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ, এম রহিমুজ্জহামান সুমন।
আজ এক মুঠো ফোন বার্তায় তিনি যুগের খবরের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, চিলমারী উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ত্বরান্বিত করার জন্য অবশ্যই নৌকা মার্কার কোন বিকল্প নাই। আওয়ামী লীগ সরকার সকলের ঘরে ঘরে সব ধরণের সহযোগিতা পৌঁছে দিচ্ছেন। চিলমারী উপজেলায় নদীবন্দর পুনঃপ্রতিষ্ঠা, চিলমারী-হরিপুর তিস্তা নদীর উপর সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। চরাঞ্চলে বিদ্যুতের ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নত হয়েছে। চিলমারী উপজেলাকে আরো এগিয়ে নিতে হলে নৌকায় ভোট দিতে হবে।
Leave a Reply