স্টাফ রিপোর্টার: ২০২২-২৩ অর্থ বছরের বাজেটকে জনবান্ধব বাজেট উল্লেখ করে অর্থ মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ, এম রহিমুজ্জামান সুমন।
আজ এক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ, এম রহিমুজ্জামান সুমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, যখন সারাবিশ্ব করোনার ছোবলে আক্রান্ত তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে করোনা মোকাবেলা করেছেন। কুড়িগ্রাম জেলা থেকে মঙ্গাকে চির বিদায় দিয়েছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ-চিলমারীর সাথে যোগোযোগের জন্য তিস্তা নদীর উপর সেতু নির্মাণ কাজ চলছে। একটা সেতুর কারণে কুড়িগ্রাম-গাইবান্ধা জেলায় উন্নœয়নের জোয়ার বইছে। চিলমারী সদরে রাস্তার দুই পার্শ্বের লোকজন বহুতল সুসজ্জিত ভবন নির্মাণ করছেন। তিনি আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে যোগদানের আহ্বান জানিয়েছে।
Leave a Reply