স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ রমনা ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
২০ জুন, ২০২২ সোমবার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও দু‘জন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, আগামী তিন বছরের জন্য মোহাম্মদ রজবকে সভাপতি, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আবু রায়হান শুভ, শাহ্জাহান আলী মিষ্টার, শেখ আসাদুজ্জামান আসাদকে সহ-সভাপতি, মোঃ জিমানুর রহমান (বিশাল) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারন সম্পাদক শ্রী বিষুরাম, মোঃ মিজানুর রহমান (মিজান), সাংগঠনিক সম্পাদক রামদরশ চৌধুরী, মোঃ রুবেল মিয়া (দুখু) ও মোঃ চাঁন মিয়া। উক্ত কমিটিকে আগামী ৭দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
নবনির্বাচিত কমিটির সদস্যকে অভিনন্দন জানিয়েছেন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ, এম রহিমুজ্জামান সুমন, তথ্য ও গবেষনা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply