স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কেক কাটা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ জয়নুল আবেদীন যুবরাজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সম্পাদক মোঃ জামিনুল হক, মোঃ আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, এইচ, এম রহিমুজ্জামান সুমন, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে নৌকা প্রতীকে বিজয়ী নয়ারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply