স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী ও রাজিবপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে অবস্থিত একমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ পরিচালিত ৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩জন।
চিলমারী উপজেলার খামার বাঁশপাতার ফ্রেন্ডশিপ স্কুল ও সিরাজবেগ ফ্রেন্ডশিপ স্কুলের ৩৮জন ও রাজিবপুর উপজেলার নাওশালা, পাঞ্জারপাড়া ও বড়বেড় ফ্রেন্ডশিপ স্কুলের ৭৪জন শিক্ষার্থী মিলে মোট ১‘শ ১২ জন শিক্ষার্থী এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে পাশের হার শতভাগ। জিপিএ- ৫ পেয়েছে ২৩জন। ৮৫জন ‘এ’ গ্রেড, ৪জন ‘এ-’। ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচির সিনিয়র প্রজেক্ট অফিসার নাজমুস সাকিব জানান, গত বছর জিপিএ- ৫ বেশি ছিল। এবছর কিছুটা কম। এই ফলাফলে আমরা সন্তুষ্ট না। কিছু বিষয়ে আমরা বোর্ড চ্যালেঞ্চ করবো। আমরা চেষ্টা করছি ভবিষ্যতে ফলাফল আরো ভাল করার। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ফ্রেন্ডশিপ মাধ্যমিক স্কুল খামার বাঁশপাতার ও রাজিবপুর উপজেলার নাওশালায় অবস্থিত ফ্রেন্ডশিপ মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১৮জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে বলে জানান, ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচির সিনিয়র প্রজেক্ট অফিসার নাজমুস সাকিব। উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থান ফ্রেন্ডশিপ চিলমারী ও রাজিবপুর উপজেলায় ২টি মাধ্যমিক ও ১৮টি প্রাথমিক বিদ্যালয়ে স্বল্প বেতনে স্থানীয় বেকার শিক্ষিত যুবক যুবতিদের মাধ্যমে পাঠদান করানো হয়।
Leave a Reply