আজকের তারিখ- Mon-07-10-2024
 **   দুই মন্ত্রণালয়ে নতুন সচিব, স্থানীয় সরকার সচিব ওএসডি **   চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন **   ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে সেমিনার **   রাজিবপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত **   চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত **   প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছি-মির্জা ফখরুল ইসলাম **   ‘সুগার ড্যাডি’ থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না: তমা মির্জা **   নদ-নদীর পানি বৃদ্ধি কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড **   দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত **   বিরাজনীতিকরণ নয়, দেশে উদার গণতন্ত্র দেখতে চান, হুঁশিয়ারি ফখরুলের

ভূরুঙ্গামারী সোনাহাট সেতু ও স্থল বন্দর পরির্দশন করলেন সড়ক পরিবহন বিভাগের সচিব

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের উপর নির্মিত সোনাহাট সেতুর নির্মান কাজ পরির্দশন করেছেন সড়ক পরিবহন ও মহা সড়ক  বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। গতকাল শুক্রবার ২ জুন বিকেলে তিনি সোনাহাট সেতু, সোনাহাট স্থল বন্দর ও সোনাহাট ফোর লাইন সড়ক পরিদর্শন করেন। পরিদর্শন কালে সচিব বলেন, সোনাহাট সেতুর ডিজাইনের পরিবর্তন ও বর্ষার কারনে নির্মান কাজ ধীরগতিতে হয়েছে। তবে আগামী এক বছরের মধ্যে এ সেতুর নির্মান কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জানা যায়, দুধকুমার নদের উপর ১৮৮৭ সালে নির্মিত রেল সেতুটির মেয়াদ উত্তীর্ন হয়ে যাওয়ার কারণে চলাচলের জন্য ঝুঁকিপুর্ন হওয়ায়   ২০১৮ -১৯ অর্থ বছরে ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা প্রাথমিক ব্যায় ধরে ৬৪৫,০১৫ মি,দীর্ঘ নতুন একটি সেতু নির্মানের উদ্যোগ নেয় সরকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার এন্ড ইন্জিনিয়ার্স লিমিটেড (জেডি) সেতুটির নির্মান কাজ পায়। ২০২১ সালে জানুয়ারীতে সেতুটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৩ সালের জুন মাস এসেও কাজটি শেষ না হওয়ায় বিষয়টি নিয়ে সচিবের সাথে কথা বলেন,রাজনৈতিক নেতা ও স্থল বন্দরের ব্যবসায়ীরা,।আগামী এক বছরের মধ্যে কিভাবে সেতুটির নির্মান কাজ সম্পন্ন করা যায়। এক প্রশ্নের জবাবে সচিব জানান,পরবর্তীতে সেতুর নকশা পরিবর্তন ও ব্যায় বেড়ে যাওয়ার কারণে মুলত সেতু নির্মান কাজ বিলম্ব হয়েছে। আগামী বছরের মধ্যে সেতু নির্মান কাজ যাতে শেষ হয় এ জন্যই আমি পরির্দশনে এসেছি। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সোনাহাট ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম লিটন, যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )