এস, এম রাফি, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে লাম্পি স্কিন (এলএজডি) রোগে আক্রান্ত হয়েছে প্রায় তিন শতাধিক গরু বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে প্রতি ইউনিয়নে গড়ে ২ থেকে তিন টি গরু মারা গেছে বলে জানা গেছে। এতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের খামারি ও প্রান্তিক কৃষকরা। তবে গত বছরের তুলনায় এ বছর লাম্পি স্কিন রোগে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মারা যাওয়ার সংখ্যা সীমিত বলছেন সংশ্লিষ্ট দফতর।
উপজেলার মধ্যে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে রমনা মডেল ইউনিয়নের বেশিরভাগ এলাকা। এর কারণ হিসেবে ঘনবসতি ও খোলা মেলা জায়গা না থাকায় গবাদিপশু এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ দফতর। চরাঞ্চলে খোলা জায়গা বা ঘনবসতি বেশি থাকায় এই রোগের প্রার্দুভাব অনেকাংশে কম।
উপজেলা প্রাণি সম্পদ দফতর জানায়, উপজেলার ৬ ইউনিয়নে আক্রান্তের সংখ্যা প্রায় ২৮০- ৩০০ টি গরু। মৃতের সংখ্যা তুুলনা মুলক কম। অন্যান্য বছরের তুলনায় এ বছর এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা অনেক বেশি।
রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার ছাববান্দ এলাকার কৃষক আনোয়ারুল ইসলাম বলেন, আমার ৪ টা গরু তার মধ্যে একটি খুবই অসুস্থ। স্থানীয় পল্লী চিকিৎসকের দারা পরামর্শ নিয়েছি কিন্তু কোন কাজ হয়নি।
তবে গত দুই সপ্তাহে রমনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাত্রখাতা ছাববান্দ এলাকায় ২ টি গরু মারা গেছে বলে জানা যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহীন আলম বলেন, লাম্পি স্কিন রোগের প্রার্দুভাব বেশি। গতবছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা বেশি হলেও মারা যাওয়ার সংখ্যা সীমিত। আমরা মাঠ পর্যায়ে খোঁজ খবর নিচ্ছি।
তিনি আরও বলেন, আমরা মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আক্রান্ত গরুর সুচিকিৎসার জন্য উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
Leave a Reply