হামিদা আক্তার হেনা: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আগামী দু’বছরের জন্য শরীফেরহাট ছাত্র উন্নয়ন সংঘের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মোঃ আমিনুল ইসলাম বীরকে সভাপতি ও মোঃ আহসান হাবিব রাব্বুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী রিপন, যুগ্ম সাধরণ সম্পাক মিলন চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ওবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ দোস্তগীর আলম, পাঠাগার, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রতন কুমার বর্মন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুর-ই-আলম জিকু, স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রেজওয়ানুর রহমান সুমন, কার্যকরি সদস্য (১) মোঃ ফজলুল হক, মোঃ সামিউল ইসলাম শাহিন, মোঃ হুমায়ুন কবির, মোঃ রায়হান কবির ও মোঃ মোস্তাফিজার রহমান।
সদ্য সভাপতির দায়িত্ব পাওয়া মোঃ আমিনুল ইসলাম বীর বলেন, আমাদের সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কমিটির লক্ষ্য হচ্ছে অসহায় শিক্ষার্থীদের সহযোগীতা করা। এলাকায় বাল্য বিয়ে রোধে প্রচার প্রচারণা করা। বাল্যবিয়ে রোধ করা। এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করে যাওয়া।
সংগনটিকে এগিয়ে নিতে কাজ করে যাবেন বলে তিনি বলেন, এখন আমরা যারা নতুন ভাবে দায়িত্ব নিয়েছি, চেষ্টা করবো সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে।
Leave a Reply