এস, এম নুআস: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোক পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন।
সাংবাদিক এস এম নুরুল আমিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোঃ ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ জামিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ প্রমুখ। আলোচনা সভা শেষে আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা খাদ্য গুদাম চত্বরে এক কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।
Leave a Reply