এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ৬৯জন দুস্থ পরিবারের মাঝে মোট ৭০ বান্ডেল ঢেউটিন ও জনপ্রতি ৩ হাজার করে মোট ২লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় ঢেউটিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাফিউল আলম, চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মোশাররফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply