স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে সারা দেশের ন্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠন চিলমারী উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভাবেশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, মোঃ সুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম স্বপন, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, আইন সম্পাদক মোঃ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ মোজাফফর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সদস্য মোঃ কায়ছার আলী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply