আজকের তারিখ- Fri-13-09-2024

চিলমারীতে ৪র্থ বার পানি বৃদ্ধি, ১৫হাজার মানুষ পানিবন্দি

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কয়েকদিনের টানা প্রবল বর্ষণে ফের ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে নিম্নাঞ্চলসমুহের প্রায় ১৫হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধির ফলে রাণীগঞ্জ, অষ্টমীরচর, নয়ারহাট ও চিলমারী ইউনিয়নে নতুন করে অর্ধশতাধিক বাড়ী-ঘরসহ চলতি মৌসুমের নদী ভাঙ্গনে প্রায় ৮শতাধিক পরিবার নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে রয়েছে আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজার হাজার একর আবাদী জমিসহ বিস্তৃর্ণ এলাকা।
জানাগেছে, উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল, বাতাসু কাজলডাঙ্গা, হাতিয়াবকশি, নাইয়ারচর, উত্তর খাউরিয়ারচর ও চর খেদাইমারী এলাকাসমুহের প্রায় ১হাজার ৮শতাধিক মানুষ, অষ্টমীরচর ইউনিয়নের চর মুদাফৎকালিকাপুর, হাসানের চর, নটারকান্দি, ছালিপাড়া, যুগ্মিদহ, খোর্দ্দবাঁশপাতার ও খামার বাঁশপাতার এলাকাসমুহের প্রায় ২হাজার মানুষ, রাণীগঞ্জ ইউনিয়নের বড়ভিটারচর, ৭২ এর চর, চর উদনা, নয়াবশ, মজারটারী, বাগানবাড়ী ও দক্ষিণ খামার এলাকাসমুহের প্রায় ১হাজার ৫শতাধিক মানুষ, রমনা ইউনিয়নের গুড়াতিপাড়া, ব্যাঙমারা, ব্যাপারীপাড়া, হরিনেবন্দ, গরুহাটি, উত্তর রমনা, মাঝি পাড়া, ঝালোপাড়া, ভরট্টপাড়া ও নালারপাড় এলাকাসমুহের প্রায় ৪হাজার মানুষ, থানাহাট ইউনিয়নের মাচাবান্দা, ফকিরপাড়া, নামাচর, হাটখোলা, নামাটারী, ডেমনারপাড়া, আকন্দপাড়া, মাঝস্থল, নয়াবাড়ী, ফকিরেরকুটি, মজিদেরপাড়, হাটিথানা, বহরেরভিটা ও ফকিরেরভিটা এলাকাসমুহের প্রায় ৫হাজার মানুষ এবং চিলমারী ইউনিয়নের ৫ শতাধিক মানুষসহ প্রায় ১৫হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও চরাঞ্চলসমুহের হাজার হাজার একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
এদিকে অষ্টমীরচর ইউনিয়নের মুদাফৎকালিকাপুর, চর মুদাফৎ, হাজিপাড়া ও নটারকান্দি এলাকাসমুহে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ওই ইউনিয়নের অর্ধশতাধিক বাড়ীসহ চলতি মৌসুমে অন্তত ৮শতাধিক বাড়ী নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়াও শত শত একর আবাদী জমি নদীতে ভেঙ্গে যাচ্ছে। ভাঙ্গনের মুখে রয়েছে আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজার হাজার একর আবাদী জমিসহ বিস্তৃর্ণ এলাকা।
সরেজমিনে উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ বাঁধ, মাঝিপাড়া এলাকায় গেলে চোখে পড়ে পানিবন্দি হয়ে পড়া নুরভানু বেওয়া (৬০), লাল মিয়া (৬৫), জোবেদা বেগম (৪০), খাদিজা বেওয়া (৬৫) ও ছালেহা বেগম (৫৮) সহ অনেকে পাউবো বাঁধে টিন দিয়ে অস্থায়ী ঘর তৈরী করছেন। এসময় তারা বলেন, বাড়ী-ঘরে পানি উঠে পড়ায় অস্থায়ীভাবে ঘর তৈরী করে পরিবার পরিজন নিয়ে কোন রকমে বন্যার সময়টা পারি দিতে হবে। পানিবন্দি হয়ে পড়া মাষ্টারপাড়া এলাকার মৃত-রজব আলীর স্ত্রী মরিয়ম বেওয়া (৭৫) আক্ষেপ করে বলেন, আইজ ৪দিন হইলো বাড়িত পানি উঠছে, কয়দিন পানিত থাকি বাহে? আজ মাইনসের কাছ থাকি দুখান টিন নিয়ে বান্দের রাস্তাত ঘর তুললাম।
পাউবো গেজ রিডার জোবায়ের হোসাইন জনি জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি ১০সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সে.মি.নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি মানুষের মাঝে এখন পর্যন্ত সরকারী কিংবা বে-সরকারীভাবে কোন সাহায্য দেয়া হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশাররফ হোসেন জানান, বন্যার্তদের জন্য ১০ মে.টন চাল ও নগদ ১লক্ষ টাকা পাওয়া গিয়াছে যা বিভাজনের প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম বলেন, জিআর এর বরাদ্দ ১০ মে.টন চালের রমনা ইউনিয়নে ৫টন ও অষ্টমীরচর ইউনিয়নে ৩টন বরাদ্দ দেয়া হয়েছে আগামীকাল বিতরণ হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )