বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না।’
পূর্ণিমা কেন এমনটা মনে করেন, তা পরিষ্কার করে জানিয়েছেন, ‘সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই (অশ্লীলতার সময়) নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।’
বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ওটিটি প্ল্যাটফর্মকে অস্বীকারের উপায় নেই আর। টেলিভিশন কিংবা সিনেমা হলের চেয়ে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাসসহ অন্যান্য ওটিটি প্লাটফর্মেই বেশি ঝোঁক দর্শকদের। নিজের সময় অনুযায়ী, পছন্দ মতো কনটেন্ট দেখার সুবিধার জন্যই মূলত এত চাহিদা এ প্ল্যাটফর্মগুলোর। কমেডি, হরর, রোমান্টিক, থ্রিলার কিংবা অ্যাকশন-প্ল্যাটফর্মগুলোও তাদের ডালা সাজিয়েছে বাহারি কনটেন্টে। বয়সভেদে এগুলোর আবার শ্রেণিবিন্যাস করা হয়েছে। রয়েছে পনেরো বছর বয়সের দর্শকদের জন্যও, আবার কিছু রয়েছে ১৮ বছর বা তার ঊর্ধ্বের জন্যও। যেখানে শুধু কাছাকাছি দৃশ্য নয়, থাকছে নানা অশ্লীল, অশালীন দৃশ্যও।
আমাদের দেশীয় ওটিটিতেও এ বিদেশি সংস্কৃতির চর্চা লক্ষ করা যাচ্ছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনির সঙ্গে মিল রেখে দেশীয় ওটিটিগুলোতে এখন এসব অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে বলে অভিযোগ দর্শকদের। পূর্ণিমাও বিষয়টিকে অশালীন মনে করে ওটিটিতে কাজ করা থেকে বিরত রয়েছেন।
‘মনের মাঝে তুমি’, ‘আকাশ ছোঁয়া ভালোবাস’, ‘মেঘের পরে মেঘ’, ‘হৃদয়ের কথা’ সিনেমায় অভিনয় করে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেন পূর্ণিমা।
Leave a Reply