স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি’র এবং প্রাক্তন ছাত্রদল নেতাদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারী সরকারের নেতৃত্বে কলেজ মোড় এলাকা থেকে একটি র্যালি বের করা হলে পুলিশ র্যালিতে বাঁধা দিয়ে র্যালির ব্যানার গুটিয়ে নেয়। এক পর্যায়ে পুলিশি বাঁধা উপেক্ষা করে র্যালিটি রাস্তায় নেমে উপজেলা শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে থানাহাট বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সভাপতি আব্দুল বারী সরকার, সহ-সভাপতি শামসুদ্দিন সরকার, সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আঃ মোত্তালেব, সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু, ছাত্রদল আহ্বায়ক ইয়াকুদ সাদ্দাৎ স্বাক্ষর, যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া প্রমুখ।
এছাড়াও সাবেক ছাত্রদল সভাপতি শাহ আলম সবুজ ও সাধারন সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে সরকারী কলেজ মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. শাহ আলম সবুজ, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা ছাত্রদল নেতা জিহাদ ফেরদৌস চমক, ছাত্রনেতা ফেরদৌস হাসান ফিরোজ, জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, যুবনেতা দিপু, রানা প্রমুখ।
Leave a Reply