আজকের তারিখ- Mon-02-12-2024
 **   ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস **   কুমিল্লা নামেই নতুন বিভাগ ঘোষণা হবে **   বিপ্লব পরবর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা **   সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার **   কুড়িগ্রামে লাইট হাউজের স্বেচ্ছাসেবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত **   ওমরাহ পালন শেষে বিদেশে চিকিৎসা শুরু হবে খালেদা জিয়ার **   চিলমারীতে লাইট হাউজের স্বেচ্ছাসেবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত **   আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার **   রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় ব্রহ্মচারী গ্রেফতার **   চিলমারীতে ইএসডিওর সীডস কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত

এমপিও শিক্ষকদের বেয়াড়াপনায় আসছে আচরণবিধির লাগাম

যুগের খর ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষকদের অনেকেই শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সার্বক্ষণিক পেশায় যুক্ত। শিক্ষকতা করেও অনেকে ঠিকাদারি করেন। কেউবা বহন করেন মানবাধিকার সংগঠনের কর্মী বা সংবাদদাতার পরিচয়। আবার বিভিন্ন রাজনৈতিক দলের পদেও আছেন কেউ কেউ। তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের অশালীন ও আপত্তিকর সমালোচনায় লিপ্ত। কিন্তু তারা এমপিওভুক্ত। বেতন-ভাতার নির্দিষ্ট অংশ সরকারের কোষাগার থেকে পেয়ে থাকেন। তাই তাদের যাচ্ছে তাই আচরণের সুযোগ থাকা উচিত নয়। এ কারণে এমপিও শিক্ষকদের জন্য আচরণ বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, ইতোমধ্যে এ নীতিমালার খসড়া তৈরির সিদ্ধান্ত হয়েছে। বিধিমালা চূড়ান্ত হলে এমপিওভুক্ত শিক্ষকরা আর আপত্তিকর কিছু করতে বা লিখতে পারবেন না। চাকরি বিধিমালা মেনেই সবাইকে আচরণ করতে হবে।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় এমপিওভুক্ত শিক্ষকদের আচরণ বিধিমালার খসড়া প্রস্তত করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক অধিশাখার অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের দুই বিভাগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অংশ নেন।
সভা শেষে রবিউল ইসলাম গণমাধ্যমেকে বলেন, এমপিও শিক্ষকদের আচরণ বিধিমালার খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত হয়েছে। খসড়া তৈরি হলে তা নিয়ে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।

এ বিধিমালায় কী কী বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আসলে এ বিষয়ে এখন আমরা শূন্য অবস্থানে আছি। সব কিছু খসড়ায় অন্তর্ভুক্ত হবে।

ওই সভায় অংশ নেয়া শিক্ষা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিধিমালার খসড়া করতে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি খসড়া তৈরি করলে তা নিয়ে ফের সভা হবে। পরে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের অনুমোদন নিয়ে বিধিমালা জারি হবে।

ওই কর্মকর্তা আরো বলেন, এ বিধিমালা জারি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকরা আর সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে যাচ্ছে তাই লিখতে পারবেন না। তারা শিক্ষকতার পাশাপাশি ঠিকাদারি, সাংবাদিকতা, রাজনীতি ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবেন না।
মাঠ পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক শিক্ষকই ঠিকাদারিতে যুক্ত আছেন। যারা শিক্ষা প্রতিষ্ঠানে এসেও এসব নিয়ে বেশি ব্যস্ত থাকেন। অনেকেই আছেন যারা মানবাধিকার সংগঠনের কর্মী ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে নানা সুবিধা নেন। এমনকি জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও তাদের ভয়ে থাকেন। তারা সাধারণ শিক্ষকদের কাছ থেকেও নানা অনৈতিক সুবিধা নেন। আবার অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের পদে আছেন। তারা বিভিন্ন সময় প্রতিষ্ঠান প্রধানদের জিম্মি করে বিভিন্ন অনৈতিক সুবিধা দাবি করেন। এমন যথেচ্ছচারের রাশ টানতেই বিধিমালা করা হচ্ছে।

সুত্র: দৈনিক আমাদের বার্তা, ০৪ সেপ্টেম্বর, ২০২৩খ্রিঃ

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )