স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা মঙ্গল শোভাযাত্রা বের করেন।
গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিলমারী উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রণপাগলী কেন্দ্রীয় মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রণপাগলী কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সচিন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ভারত চন্দ্র দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের সভাপতি শ্রী মিলন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক মহন চন্দ্র বর্মণ, সহ-সাধারণ সম্পাদক ডাঃ সঞ্চয় কুমার সরকার, ধীরেন্দ্র নাথ বর্মণ, মনোরঞ্জন বর্মণ, কমল চন্দ্র বর্মন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক শ্রী কল্যাণ চন্দ্র বর্মণ ও সদস্য সচিব শ্রী আনন্দ শর্মা প্রমুখ বক্তব্য রাখেন। পরে সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়।
Leave a Reply