স্টাফ রিপোর্টার: ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্ত দিবো হেসে হেসে’- এই স্লোগান নিয়ে কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছায় রক্তদান সংগঠন (সুহৃদ)’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সুহৃদের সভাপতি আরিফ হাসান আকাশের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সীমান্ত, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। এছাড়াও সংগঠনটির সহ প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান শান্ত সহ অনেকেই বক্তব্য রাখেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০২০ সালে ২৬ জন স্থানীয় যুবক মিলে গড়ে তোলেন ‘স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন’ (সুহৃদ) । এরপর বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ প্রচার প্রচারণা চালাতে থাকেন সংগঠনটি। এরপর থেকে শুরু হয় তাদের রক্তদান কর্মসূচী। বিভিন্ন সময় ফেসবুক কিংবা মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা, জেলা এমনকি বিভাগীয় পর্যায়ে রয়েছে রক্তদানের উদাহরণ রয়েছে। যখন যে ডেকেছেন সর্বাত্বক চেষ্টা চালিয়ে রক্ত জোগাড় করতে সক্ষম ছিলেন সুহৃদ। সংগঠনটি এখন পর্যন্ত স্বেচ্ছায় ৪৬২ ব্যাগ রক্ত দান করেছেন। শুরুর দিকে রক্তদাতার সংখ্যা কম থাকলেও বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা বা রক্তদাতার সংখ্যা বেড়ে একশ’র ঘরে গিয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply