
এস, এম নুআস: নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশষে চালু হচ্ছে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি সার্ভিস। ইতোমধ্যে ঘাটে এসেছে ফেরি কুঞ্জলতা। বিআইডব্লিউটিসি জানায়, আগামী ২০ সেপ্টেম্বর চিলমারী বন্দরের রমনা ঘাটে ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। এ সময় বিআইডব্লিউটিসির উর্দ্ধতন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। গত শুক্রবার ঘাটে এসেছে ফেরি কুঞ্জলতা। হাজার হাজার উৎসুক জনতা ফেরিটি দেখার জন্য রমনা ঘাটে ভীড় জমাচ্ছেন। চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি সার্ভিস চলাচলের মধ্যদিয়ে নদী পথে যোগ হলো যোগাযোগের নতুন মাত্রা। যানবাহনসহ মানুষজন চলাচলে ব্যয় কম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply