এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে এক হিন্দু পরিবারের বাড়ীতে গিয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়েরের ৭দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয় কোন আসামী। মামলা তুলে না নিলে বাদীকে জীবন নাশের হুমকী।
জানা গেছে, চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দফাদারপাড়া গ্রামের সনাতন ধর্মের শ্রী সাগর চন্দ্র দাস (২১) এর বাড়ীতে বকুলতলা গ্রামের মমিনুল ইসলাম, ইব্রাহিম আলী, জামিনুল ইসলাম, আব্দুল লতিফ, জনি মিয়া ও আমিনুল ইসলামদের সাথে পূর্ব শত্রুদের জের ধরে গত ৮ সেপ্টেম্বর শুক্রবার রাত আনমানিক ১১টার সময় দেশীয় অস্ত্র সস্ত্রসহ হামলা চালায়। এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় বৃদ্ধা বালামনি (৪০), নারায়ন চন্দ্র দাস (৫৫) ও শ্রীমতি সান্তনা রাণী (২০) এর উপর হামলা চালায় এবং বিবস্ত্র করে। সান্তনা রাণীর গলায় থাকা আনুমানিক ২২ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এসময় তারা মন্দির ও বসত ঘরের বেড়া ভাংচুর করে এবং ঘরে ঢুকে ওয়ার ড্রপের ড্রয়ার থেকে নগদ এক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। গুরুতর আহত বালামনি ও নারায়ন চন্দ্র দাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ মোনায়েম হোসেন সরদার ঘটনার সত্যত্বা স্কীকার করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম ঘটনার সত্যত্বা স্বীকার করে বলেন, এব্যাপারে পরদিন বিকেলে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-০৪, তারিখঃ ০৯/০৯/২০২৩ইং।
এদিকে ঘটনার ৭ দিন পেরিয়ে গেলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় আসামীগণ ঐ বাড়িতে গিয়ে নানারকম হুমকী ধামকী প্রদাদ করছেন। মামলার বাদী সাগর চন্দ্র জানান, আমরা আতঙ্কিত। পুলিশকে বার বার বলার পরও কোন আসামী গ্রেফতার করছে না। আসামীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াছেন এবং আমাকে ও পরিবারের লোকজনকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী দিচ্ছে। তারা এলাকায় খুবই প্রভাবশালী ও দুষ্ট প্রকৃতির লোক হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না। পুলিশ বলছে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিলমারী উপজেলা শাখার সভাপতি সচিন্দ্র নাথ বর্মন, সাধারণ সম্পাদক শ্রী ভারত চন্দ্র দাস, বালাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কর্ণধর বর্মা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডাঃ সলিল কুমার বর্মণ, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি মিলন চন্দ্র বর্মন, নির্বাহী সভাপতি মনোরঞ্জন বর্মন, সাধারণ সম্পাদক মহন চন্দ্র বর্মণ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সঞ্জয় কুমার সরকার প্রমুখ নেতৃবৃন্দ। তারা অবিলম্বে আসীমীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণের দাবী জানিয়েছেন।
Leave a Reply