এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদের রমনা নৌঘাট থেকে রৌমারী নৌ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন হচ্ছে আগামী কাল। উদ্বোধন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিআইডব্লিউটিএ সূত্রে জানাযায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি ঘাট ও ফেরি সার্ভিস উদ্বোধন এবং চিলমারী নদী বন্দর উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি, বিআইডব্লিউটিসি‘র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এস, এম ফেরদৌস আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিআইডব্লিটিএ‘র পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ স্বাক্ষরিত আমন্ত্রন পত্র মোতাবেক জানা যায়, আগামী কাল সকাল ১০টা ৩৫ মিনিটে চিলমারী বন্দরের রমনা ঘাটে চিলমারী-রৌমারী ফেরি সার্ভিস চলাচল উপলক্ষে সুধি সমাবেশ অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন বিআইডব্লিউটি‘এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। অনুষ্ঠানে সকাল ১০টা ৩৫ মিনিটে চিলমারী নদী বন্দর উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন, শেষে সুধি সমাবেশে বক্তব্য রাখবেন অতিথিবৃন্দ। বেলা ১১টা ৫৫ মিনিটে ফেরি যাত্রার শুভ সূচনা করা হবে। বিকেল ৩টায় রৌমারী ঘাটে ফেরিঘাটের উদ্বোধনী ফলক উম্মোচন, মোনাজাত ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুই ঘাটের অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিআইডব্লিটিএ‘র উপ-পরিচালক মাহাফুজুল আলম জানান, ফেরি সার্ভিস উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্বিঘেœ চলাচলের জন্য ফেরি কুঞ্জুলতার ট্রাইল শেষ করাসহ নদের নাব্যতা যাচাইয়ের কাজ শেষ করা হয়েছে। আগামী কাল উদ্বোধনের মধ্যদিয়ে ফেরি সার্ভিস এর কার্যক্রম পুরোদমে চালু হবে।
Leave a Reply