স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে।
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের উদ্যোগে গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার পুরস্কার বিতণের মধ্যদিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার প্রণয় বিশান দাস প্রমুখ বক্তব্য রাখেন। পরে ৩টি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এবং অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়। অপরদিকে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শণী দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এত ১৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
Leave a Reply