স্টাফ রিপোর্টার: চিলমারীতে সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হালিমুজ্জামান বাবলুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তযোদ্ধা হালিমুজ্জামান বাবলু সোমবার সকাল ৯টা ৫৩ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তোকাল করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে চিলমারী উপজেলায় শোকের ছায়া নেমে আসে। বাদ আছর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বীরমুক্তিযোদ্ধা হালিমুজ্জামান বাবলু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের অধীনে সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করেন।
Leave a Reply