যুগের খবর ডেস্ক: বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে বিএনপির ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার (১২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য আছে- কুষ্টিয়ার একজন বিএনপিনেতা কোনাবাড়িতে পোশাকশ্রমিকদের আন্দোলনে ইন্ধন জোগান ও তাদের ঐক্যবদ্ধ করেন। সর্বক্ষেত্রে ফেল করে গার্মেন্টস ক্ষেত্রে এখন বিএনপি নেতারা হাত দিয়েছেন। নিরীহ শ্রমিকদের তারা উসকে দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন দিয়ে ও সন্ত্রাস করে এর সমাধান করা যাবে না। প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের ৫৬ শতাংশ মজুরি বাড়িয়েছেন। ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে যা পাচ্ছি, এর প্রায়গুলোই বিএনপির অ্যাক্টিভিস্ট। আমরা দেখেছি কুষ্টিয়ার একজন নেতা কোনাবাড়িতে এসে শ্রমিকদের উৎসাহ দিচ্ছিল, তাদের ঐক্যবদ্ধ করছিল। বিভিন্ন স্থানে যেগুলো ক্যামেরাবন্দি হয়েছে, যাদের আমরা ধরতে পেরেছি- এর সবগুলোই বিএনপির অ্যাক্টিভিস্ট। এরাই এ নিরীহ শ্রমিকদের উসকে দিচ্ছে। তাদের জড়ো করছে। সর্বক্ষেত্রে ফেল করে এ জায়গায় সফলতা পাওয়া যায় কি না, তারই একটা ব্যবস্থা হয়তো তারা করতে চাচ্ছেন।’
Leave a Reply