যুগের খবর ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যবিশিষ্ট একটি এক্সপার্ট মিশন বাংলাদেশে আসছে। এ ছাড়া কমনওয়েলথের একটি নির্বাচন অ্যাসেসমেন্ট মিশন পাঁচদিনের সফরে আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসবে।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।
সেহেলী সাবরীন বলেন, ‘জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য আরও গুটিকয়েক আগ্রহী পর্যবেক্ষক দল আবেদন করেছে বলে কমিশন সূত্রে জানা গেছে।’
এদিকে, জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় সংস্থাগুলোকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
Leave a Reply