স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে অভ্যন্তরীণ আমন চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বালাবাড়ী হাট খাদ্য গুদামে চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ও উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতি:দা:) মোঃ আব্দুস ছালাম, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার ও চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু প্রমুখ। এবার উপজেলা খাদ্য গুদামে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৪০০ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।
Leave a Reply