স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার বালাবাড়ীহাট এলাকায় একই রাতে দুই বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি দুই বাড়ী থেকে ষ্টিলের আলমারি ভেঙ্গে প্রায় ১২লাখ টাকা ও ৭ ভরি স্বর্ন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীররাতে এই চুরির ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বালাবাড়ীহাট এলাকার রাজ্জাক হোসেন আনছারী হিরন এর শোবার ঘর থেকে স্টিলের আলমারি ভেঙ্গে সাড়ে দশ লাখ টাকা ও সাড়ে ৬ভরি স্বর্ন চুরি হয়ে যায়। অপরদিকে পাশ্ববর্তী মাংস বিক্রেতা মোস্তাফিজুর রহমান মোস্তা’র ঘর থেকে প্রায় ৬০হাজার টাকা ও দুই জোড়া কানের দুল চুরি হয়ে যায়। রাজ্জাক হোসেন আনছারী হিরন জানান, বৃহস্পতিবার তিনি তার ব্যবসায় কিনে রাখা ১০লাখ টাকার সরিষা বিক্রি করেছেন এবং নগদে সে টাকা গ্রহন করেন। রাতে চোর তার বাসার গেট, গ্রিল ও দরজার তালা ভেঙ্গে স্টিলের আলমারীর ভিতরে থাকা সিন্ধুক ভেঙ্গে সাড়ে ১০লাখ টাকা ও সাড়ে ৬ভরি স্বর্ন নিয়ে যায়। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্বতা স্বীকার করে জানান, এখন পর্যন্ত চুরির বিষয়ে কোন আলামত পাওয়া যায়নি, মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply