বিনোদন ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউড কিং শাহরুখ খান। শোনা যাচ্ছে, হিট স্ট্রোক হয়েছিল তার। আপাতত আমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। নাইটদের দুরন্ত জয়ের পরে মাঠেও নেমে আসেন। শ্রেয়স আইয়ার, গৌতম গম্ভীরদের সঙ্গে কথা বলেন, সেলিব্রেশন করেন। তারপর কখন অসুস্থ হয়ে পড়েন তা এখনও জানা যায়নি। হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন কী অবস্থা তাও জানা যায়নি।
প্রসঙ্গত, মঙ্গলবার আমেদাবাদের তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। গরমের চোটেই সেদিন অনুশীলন বাতিল করেছিল বিরাট কোহলির দল।
Leave a Reply