স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বোরো মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে বোরো মৌসুমে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মোঃ গোলাম রব্বানী সরদার। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আলাউদ্দিন বসুনিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আরেফিন, উপজেলা আওয়ামী লীগে সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেলণ ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা মিল চাতাল ব্যবসায়ী, কৃষক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। চলতি বোরো মৌসুমে চিলমারী উপজেলায় ২শত ২৯জন কৃষকের নিকট থেকে ৬‘শ ৮৮ মেট্রিক টন ধান প্রতিকেজি ৩২ টাকা দরে ক্রয় করা হবে। ৪৫টাকা কেজি দরে ১ হাজার ৯৬ মেট্রিক টন চাল ও ৩৪ টাকা কেজি দরে ৯০ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যা ৭ মে থেকে ৩১ আগষ্ট, ২০২৪ পর্যন্ত ক্রয়ের সময়সীমা নিধারণ করা হয়েছে বলে জানা গেছে। বুধবার আবুল হক নামের এক কৃষকের নিকট হতে ৩মে.টন ধান নিয়ে ধান ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়। উল্লেখ্য, গত ৭মে সারাদেশে একযোগে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়েছে বলে জানা যায়।
Leave a Reply