প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে হিটস্টোকে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের মৃত কামিনী কান্তু রায়ের ছেলে মহেন্দ্র নাথ বর্মণ(৮৫) একজন কৃষক। তিনি শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তীব্র গরমে ক্ষেতে ধান কাটতে গিয়ে জ্ঞান হারিয়ে ক্ষেতেই পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে গুরত্ব অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে হিট স্টক করায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকাল ৪টায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৬মে) তাঁর অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম নিশ্চিত করেছেন।
Leave a Reply