স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদ সভা কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চিলমারী শাখার সভাপতি মোঃ আবু হানিফা রঞ্জু, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান প্রমুখ। পরে ছাত্র ছাত্রীদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply