স্টাফ রিপোর্টার: ‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার প্রণয় বিশাণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহেদুল ইসলাম। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ নুর আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাহেদুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ নুর মোস্তফা, থানাহাট ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম, বজরাদিয়ারখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শামীমা আকন্দ সানু ও প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি এ, কে, এম মোখলেছুর রহমান মাসুম প্রমুখ।
Leave a Reply