স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ব্র্যাকের উদ্যোগে পলিথিন ও প্লাষ্টিক বর্জণে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরাতবকপুর গ্রামে পলিথিন ও প্লাস্টিক বর্জনে সচেতনমূলক প্রচার অভিযানের অংশ হিসেবে ব্র্যাক চিলমারী শাখার আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন ইউপিজি প্রোগ্রামের সহযোগিতায় উত্তর বজরাতবকপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে পলিথিন ও প্লাস্টিক বর্জনে সচেতনতামূলক প্রচার অভিযান উপলক্ষে উত্তর বজরাতবকপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয় এবং পলিথিন প্রতিরোধে করণীয় বিষয়গুলো আলোচনা করা হয়। আলোচনা ও র্যালি শেষে আশে-পাশের কয়েকটি গ্রামে অটোরিকশার মাধ্যমে মাইকিং করা হয়। সভায় প্রায় শতাধিক নারী-পুরুষসহ যুবক ছেলে, মেয়েরা উপস্থিত হয়ে ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply