এস, এম নুআস: হঠাৎ ঘূর্ণিঝড়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়াহাট ইউনিয়নে বসতবাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ওই ইউনিয়নের নাইয়ারচর এলাকায় ৫৬টি পরিবারের প্রায় শতাধিক ঘর লন্ড ভন্ড হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঝড়টি আঘাত হানে। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য শুকনো ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার নয়ারহাট ইউনিয়নের নাইয়ারচর এলাকায় গত সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে এতে অন্তত ৫৬টি পরিবারের শতাধিক ঘর লন্ডভন্ড হয়ে যায়। নয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করে নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারেননি বলে জানান। হঠাৎ করে সৃষ্ট ঘূর্ণিঝড়ে জাকির হোসেন, হাছেন আলী, ছক্কু মিয়া, জিয়ারুল ইসলাম, আইয়ুব আলী, হোসেন আলী, তপের মন্ডল, রাশিদুল ইসলামসহ প্রায় ৫৬জনের বাড়ী-ঘর লন্ডভন্ড হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
নয়ারহাট ইউনিয়নের নাইয়ারচর এলাকার মোঃ আইয়ুব আলী জানান, ঈদের দিন রাত সাড়ে ৪টার দিকে হঠাৎ বৃষ্টির সাথে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এতে চোখের পলকে উড়ে যায় নাইয়ারচর এলাকার ৫৬টি পরিবারের প্রায় শতাধিক ঘর। এতে বাড়ী-ঘড় ভেঙে যাওয়ায় অনেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। একই এলাকার জাকির হোসেন জানান, ভোর বেলা হঠাৎ বাতাস এসে ১মিনিটের মধ্যে বাড়ী-ঘর তছনছ করে দেয়। এতে আমার বাড়ীও পরে যায়। তবে ঘূণিঝড়ে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরদিন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের জন্য ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শুকনো ত্রাণ সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম জানান, তাৎক্ষনিক ঘটে যাওয়া বিষয়টি আমার কর্ণগোছর হয়েছে। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের জন্য শুকনো ত্রাণ সহায়তা প্রেরণ করা হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহায়তার জন্য জেলায় প্রেরণ করা হবে।
Leave a Reply