এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারী উপজেলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ঢাকাস্থ চিলমারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় শেষে একটি উপজেলা শিক্ষা মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকাস্থ চিলমারী কল্যাণ সমিতির সভাপতি শিল্পপতি প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অংশ গ্রহণের প্রতিযোগিতায় চিলমারী উপজেলার ছেলে-মেয়েরা আশানুরুপ ফলাফল অর্জন করতে পারছে না। ধীরে ধীরে এটি আরো প্রকট আকার ধারণ করছে। এ সমস্যা থেকে উত্তরণে নিয়মিত অভিভাবক সমাবেশ, ক্লাস চলাকালীন প্রাইভেট, কোচিং বন্ধ, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষকগণের মানসম্মত শিক্ষা প্রদানে পরামর্শ ও ব্যবস্থা গ্রহনে একটি শিক্ষা মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব করেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, সমিতির সাধারণ সম্পাদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হারুন অর রশীদ শামীম, সিনিয়র সিসটেম এ্যানালিষ্ট এসবি মোঃ মিজানুর রহমান মানিক, বিআরডিবির আঞ্চলিক পরিচালক মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ মামুন, সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার ও চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু প্রমুখ।
Leave a Reply