যুগের খবর ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ডিবি।
বুধবার (২৬ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে ওই অভিযান চলছে।
ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply