বিনোদন ডেস্ক: অভিনেত্রী পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিল তার চাকরি হারানোর পথে। পুলিশ তদন্তে পরীমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন ও স্ত্রীর অনুপস্থিতিতে রাজারবাগে নিজ বাসায় তাকে নিয়ে ১৭ ঘণ্টা অবস্থানের প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত আসতে যাচ্ছে।
তবে, এই ঘটনার পর আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল সাকলায়েনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় পিয়া লেখেন, ‘এই সেই ব্যক্তি (গোলাম সাকলায়েন), যিনি আমার বাবা এফআর টাওয়ার মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রায় ৬-৭ দিন প্রতিদিনই আমি ও মা ডিবি অফিসে যেতাম বাবাকে দেখতে।’
পিয়ার অভিযোগ, সাকলায়েন প্রতারণামূলকভাবে ও জোরপূর্বক সিআরপিসির ১৬৪ ধারার অধীনে তার বাবার জবানবন্দি নেয়ার চেষ্টা করেছিলেন। তিনি বাবাকে সম্মতি না দেয়ার জন্য পরামর্শ দেন, কারণ তার বাবা এই ঘটনার সাথে জড়িত ছিলেন না। কিন্তু পিয়া ডিবি অফিসে যাওয়ার আগেই সাকলায়েন তার বাবার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে আদালতে জমা দেন। পিয়া আরও লেখেন, ‘এই ঘটনায় হস্তক্ষেপ করায় সাকলায়েন আমার ওপরও ক্ষিপ্ত হয়েছিলেন এবং বাবাকে বলেছিলেন যেন আমি চুপ থাকি। তার ধারণা ছিল না যে আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি।’
পিয়া জান্নাতুল আরও বলেন, ‘যেদিন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের জন্য বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি এতটাই অসুস্থ ছিলেন যে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তার বয়স তখন ৭৭ বছরের বেশি ছিল।’
ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইলে পিয়া জানান, ‘আমার বাবা নির্দোষ থাকা সত্ত্বেও গোলাম সাকলায়েন আমাদের যে পরিমাণ হয়রানি করেছিলেন, তা বর্ণনাতীত। শেষ পর্যন্ত বাবা এই ঝামেলাটা নিয়ে মারা যান। তার কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে শেষ বয়সে হয়রানির শিকার হতে হয়েছিল। সাকলায়েনের মতো একজন ব্যক্তির কাছে এমন হয়রানি আমরা মানতে পারিনি। সেই ক্ষোভ থেকেই ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেছি। এখন সাকলায়েন নিজে বিপদে পড়েছেন, তাই তিনি বুঝবেন।’
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুন লাগে, যা ২৭ জনের প্রাণহানি ও অন্তত ৭৫ জন আহত হন। এই ঘটনায় বনানী থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়, যার বাদী ছিল বনানী থানা-পুলিশ। মামলার অন্যতম আসামি ছিলেন পিয়া জান্নাতুলের শ্বশুর এস এম এইচ আই ফারুক।
Leave a Reply