এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে লিঙ্গভিত্তিক সহিংসতা, এলাকাভিত্তিক জলবায়ু পরিবর্তনের ফলাফল, সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭জুন) দুপুরে চিলমারী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন।
নারী এ্যাসিয়েটস ফর রিভাইভাল এন্ড ইনিসিয়েটিভ-নারী‘র নির্বাহী প্রধান ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল হালিম, সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ।
মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় নারীভিত্তিক সংগঠন নারী এ্যাসিয়েটস ফর রিভাইভাল এন্ড ইনিসিয়েটিভ-নারী‘র বাস্তবায়নে জলবায়ু সহিঞ্চু সমাজের জন্য নারী (ইম্পাওয়ার-২) প্রকল্প মতবিনিময় সভার আয়োজন করে।
আয়োজকরা জানান, জলবায়ু পরির্তন মোকাবিলায় সিদ্ধান্ত ও কার্যক্রম গ্রহণে নারীনেত্রী, সুশীল সমাজ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা এবং নেতৃত্বকে শক্তিশালী করার মধ্যদিয়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি জলবায়ু সহনশীল সমাজ ব্যবস্থা গঠন করাই প্রকল্পের মূল লক্ষ্য।
Leave a Reply