স্টাফ রিপোর্টার:কুড়িগ্রামের চিলমারীতে “শিশু সুরক্ষা কমিটির ভূমিকা এবং দায়িত্ব সম্পর্কে রিফ্রেশার” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২৩জুন) রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ মনজুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রত্যাশা প্রকল্পের প্রজেক্ট অফিসার তারেকা বেগম, সিএফ খাতিজা আক্তার, ইউপি সদস্য মোঃ মোনায়েম হোসেন সরদার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় যার মধ্যে ০৪ জন নারী সদস্য ও ১৪ জন পুরুষ সদস্য অংশগ্রহণ করেন। এই কমিটিতে শিক্ষক, ইমাম, পুরোহিত, গন্যমান্য ব্যক্তিসহ রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের পুরো টিম অংশ নেয়। শিশু সুরক্ষা কমিটির ভূমিকা এবং দায়িত্ব বাস্তবায়িত এর লক্ষে, সঠিক দিক নির্দেশনা এবং কি করলে সঠিকভাবে শিশুদের সুরক্ষা করা সম্ভব এবং জাতিসংঘ সনদ অনুযায়ী শিশু কাকে বলে, শিশু সুরক্ষা কি, জাতিসংঘের সনদ অনুযায়ী শিশু অধিকার এর ধারাসমুহ এবং গুচ্ছ অধিকার কয়টি ও কি কি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে গত ১৩ জুন ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply