স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রত্যাশা প্রকল্পের লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৪ জুন) সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ মনজুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত লার্নিং শেয়ারিং সভায় প্রত্যাশা প্রকল্পের প্রজেক্ট অফিসার তারেকা বেগম প্রকল্পের অর্জিত বিষয়সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় সভায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভায় ইউপি সদস্য মোঃ মোনায়েম সরদার, মোঃ আয়নাল হক, রফিকুল ইসলাম, শাহানাজ বেগম ও বেদেনা বেগম, প্রত্যাশা প্রকল্পের সিএফ মোঃ মামুন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply